অতএব, আমাদের প্রতিদিন পরিধানের জন্য প্রয়োজন হয় পোশাক, পাদুকা, চশমা, ক্যাপ, ঘড়ি এবং আনুষঙ্গিক উপকরণ ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা নিজেদের সৌন্দর্য উপস্হাপন করে থাকি। তবে বলতে গেলে খাদ্যের পর মানুষের দ্বিতীয় অবস্থান হচ্ছে বস্ত্র।
সুতরাং আপনারা যে ফ্যাশন শো দেখেন মডেলরা যে পোশাক গুলো পরিধান করে এগুলো মূলত ফ্যাশন ডিজাইনাররা তৈরি করে। আর আমরা ব্যান্ডগুলো থেকে যে পোশাক এবং অন্যান্য জিনিস কিনে থাকি এগুলোও ফ্যাশন ডিজাইনাররা তৈরী করে। হলিউড, বলিউড ও টালিউড মুভির পোশাক এবং আনুষঙ্গিক জিনিসগুলো ডিজাইনাররা তৈরী করে থাকে।
সুতরাং, ফ্যাশন ডিজাইনাররা Men’s wear, Women’s wear, Kids wear and footwear এগুলো ডিজাইন করে।
👉Fashion designer কাকে বলে, Fashion designer এর কাজকর্ম, পড়াশুনা, পেশা, চাকরি, বেতন এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করব।
Fashion designer এর সংজ্ঞা:
যেহেতু আপনি Fashion designer হবেন আগেই আপনাকে জানতে হবে Fashion কি, Design কি এবং Fashion Design কি?
Fashion:
ফ্যাশন হচ্ছে একটি নিদিষ্ট সময়ে কোন কিছুর মাধ্যমে নিজের সৌন্দর্য প্রকাশ করা। বিশেষত, পোশাক, পাদুকা, জীবনধারা, আনুষঙ্গিক উপকরণ, মেকআপ, হেয়ারস্টাইল এবং শরীরের অনুপাত।
Design মানে নকশা করা বা উদ্ভাবন করা।
ডিজাইন হচ্ছে কোন কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলী, চেহারা এবং গঠন কেমন হবে তা ঠিক করা।
সুতরাং ডিজাইন হল সমস্যা সমাধান, চিন্তা ও বাস্তবতা এই তিনটি সমন্বয়ে গঠিত।
ডিজাইন যে কোন ধরনের হতে পারে। যেমন- Clothing design, logo design, home design, jewelry design and accessory design ইত্যাদি।
ফ্যাশন ডিজাইন হচ্ছে একটি শিল্প যা পোশাকে বা আনুষঙ্গিকগুলোতে ডিজাইন করা, সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রয়োগ করা।
ফ্যাশন ডিজাইনার বলতে সেই ব্যক্তি প্রায়শই অঙ্কন বা নকশার মাধ্যমে নতুন পোশাকের স্টাইল অথবা আনুষঙ্গিক গুলোতে চিন্তা-ধারণা দিয়ে ডিজাইন তৈরি করে।
অথবা,
ফ্যাশন ডিজাইনার হচ্ছে একজন সৃজনশীল ব্যক্তি যিনি পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য পোশাক এবং আনুষাঙ্গিকগুলির মতো অনন্য, উদ্ভাবনী এবং ফ্যাশনেবল আইটেমগুলি ডিজাইন করে থাকে।
যার বাংলা অর্থ সৃজনশীলতা। অর্থাৎ আপনার নিজস্ব চিন্তাধারা দিয়ে নতুন কোন ডিজাইন উদ্ভাবন করা। আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে। যেমন- Art or illustration, painting অথবা পোশাক, পাদুকা ও আনুষঙ্গিক উপকরণ ইত্যাদি। অতএব, আপনাকে প্রচণ্ড সৃজনশীল হতে হবে।
Smartness:
বর্তমানে মানুষের উন্নতির অপর নাম হচ্ছে স্মার্টনেস। এটি আপনার ব্যক্তিগত পরিচয় বহন করবে। যেমন- আপনার কথাবার্তা, আপনার পোশাক-পরিচ্ছদ, আপনার আচার-ব্যবহার এবং আপনার দৃষ্টিভঙ্গি।
যেহেতু আপনি multinational company তে চাকরি করবেন অথবা বিদেশিদের সাথে কাজ করবেন তারা মূলত এগুলো দেখে থাকে। তাই আপনাকে স্মার্ট হতে হবে।
English:
কথায় আছে, যে ব্যক্তি ইংরেজি ভালভাবে পারে তার আগে চাকরি হয়ে যায়। অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। কারণ ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ইংরেজিতে পড়াশুনা করানো হয়।
আর চাকরি ক্ষেত্রে Garments industry অথবা Fashion brands গুলোতে যারা ইংরেজি ভালভাবে পারে তারা এমন দক্ষ লোক চায়। যেহেতু বিদেশীদের সঙ্গে কাজ করবেন তাহলে আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে।
Computer knowledge:
আজকাল কম্পিউটারের মাধ্যমে সহজে সব ধরনের কাজ করা যায়। তাই ফ্যাশন জগতে আপনাকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যেগুলোতে আপনাকে কাজ করতে হবে-
M/S Word, M/S PowerPoint, Adobe illustrator, Adobe Photoshop এবং AUTOCAD ইত্যাদি।
Fashion Collage অথবা Fashion University তে আপনার প্রায়শই Assignments বা কাজগুলো M/S PowerPoint অথবা M/S Word এ ( শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সামনে ) উপস্হাপন করতে হবে। আর Adobe illustrator এবং Adobe photoshop এ আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। যেমন – illustration, পোশাক, পাদুকা ইত্যাদি।
Color যার অর্থ রঙ। যখন কোন বস্তুর উপর আলো প্রতিবিম্বিত হয় তখন আমরা চোখে যে রঙগুলি দেখতে পাই সেটাই হল color.
আমরা যখন কোন পোশাক পছন্দ করি তখন আমরা বেশিরভাগ কালারকে প্রাধান্য দিয়ে থাকি। ডিজাইনের ক্ষেত্রে Color হল একটি মূল অংশ। তাই কোন কিছু ডিজাইন করার জন্য কালার সম্পর্কে জানতে হবে। কারণ কালার একটি ডিজাইন, পোশাক, পাদুকা অথবা আনুষঙ্গিক উপকরণ ইত্যাদি তার বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তোলে।
Fiber অর্থ তন্তু বা আঁশ।
Fabric যার অর্থ হল কাপড়, বুনন বা কাঠাম।
ফ্যাব্রিক হল কাপড় বা অন্যান্য উপাদান যা একসাথে সুতি, নাইলন, উল, রেশম বা অন্যান্য সুতা বয়ন দ্বারা উৎপাদিত হয়। উদাহরণস্বরূপ-
T-shirt, Polo-shirt এগুলো হলো knit fabric এবং Shirt, Jeans pant এগুলো হলো woven fabric.
Clothing যার বাংলা অর্থ হচ্ছে পোশাক বা জামাকাপড়।
Clothing এর কিছু প্রতিশব্দ যেমন - Garments, Dress, Apparel, Wardrobe, Attire and Robe ইত্যাদি।
প্রকৃতপক্ষে, পোশাক হল কাপড়ের একটি অংশ যা মানুষের দেহ এবং সজ্জিত উদ্দেশ্যে রক্ষা করার জন্য ফ্যাব্রিক বা টেক্সটাইল উপকরণ দ্বারা উৎপাদিত হয়। যেমন-
Shirt, Pant, t-shirt, polo-shirt, skirt, dress, suit এবং gown ইত্যাদি এগুলো হলো পোশাক।
Sewing:
Sewing মানে সেলাই করা।
সেলাই এমন একটি নৈপুণ্য কাজ যা হাত দিয়ে অথবা কোন মেশিনের সাহায্যে পোশাক এবং
প্যাটার্ন হচ্ছে একটি শক্ত কাগজ, যার উপর নিদিষ্ট স্টাইলের পোশাকগুলির বিভিন্ন উপাদান পোশাকের পরিমাপ অনুযায়ী যে স্কেচ করা হয়।
সহজ ভাষায় বলা যায় যে, আমরা টেইলার্স দোকানে গিয়ে যে জামা বানাই তারা যে আমাদের শরীরের নিদিষ্ট ঐ জামার জন্য মাপ নিয়ে যে পোশাক তৈরি করে সেটাই প্যাটার্ন ( জামার নিদিষ্ট পরিমাপটা হল প্যাটার্ন )। এরা মূলত কাপড়ের উপর পরিমাপ করে।
আর Fashion designer কে নিদিষ্ট ব্যক্তির পরিমাপ অথবা ব্যায়ারের পরিমাপ অনুযায়ী শক্ত কাগজের উপর স্কেচ করতে হয়। ( শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের সাহায্য ভালভাবে শেখানো হয়)।
Draping অর্থ সাজানো।
অর্থাৎ Draping হলো এমন একটি কৌশল যা একটি পোশাক তৈরি করার জন্য যে ডামির (পুতুল) উপর নিদিষ্ট ডিজাইন অনুযায়ী পিন দিয়ে কাপড় বসিয়ে যা একটি ত্রি-মাত্রিক পোশাকের প্যাটার্ন তৈরি করাকে Draping বলে। যেমন- Skirt, Gown ইত্যাদি।
Cutting:
Cutting মানে কাটা বা অঙ্গচ্ছেদ করা।
ফ্যাশন ডিজাইনে আপনাকে কোন পোশাক তৈরি করার জন্য সিজার (কাঁচি) দিয়ে কাপড় কাটতে হবে। যেমন: Pattern করার সময়, Draping করার সময় এবং অন্যান্য জিনিস ইত্যাদি সিজার দিয়ে কাটতে হয়।
✅ Undergraduate Courses:
কোম্পানিগুলো আপনার যোগ্যতার ভিত্তিতে আপনার বেতন সঠিক নির্ধারণ করবেন। একেক কোম্পানিতে একেক রকম বেতন নির্ধারণ করে থাকে।
বাংলাদেশের Garments industry অথবা Fashion house গুলো আপনার যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বেতন হতে পারে ১৫, ১৮ থেকে ২৫ হাজার টাকা বা তার অধিক। ভবিষ্যতে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ১ থেকে ৫ লক্ষ টাকা বা তার চেয়ে অধিক টাকা উপার্জন করতে পারেন।
বিদেশি Fashion industry অথবা Popular luxury fashion brands গুলোতে আপনার যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বেতন হতে পারে লক্ষ টাকা বা তার অধিক এবং ভবিষ্যতে আপনার যোগ্যতার অনুযায়ী আপনি ১ থেকে ১০ লক্ষ টাকা বা তার চেয়ে অধিক টাকা উপার্জন করতে পারেন। যেমন- Chanel, Gucci, Zara, Puma, Nike, Dior, Burberry, Prada এবং Louis vuitton ইত্যাদি।
সুতরাং, ফ্যাশন ডিজাইনাররা Men’s wear, Women’s wear, Kids wear and footwear এগুলো ডিজাইন করে।
![]() |
যারা Fashion designing এর উপর পড়তে চান অথবা ভবিষ্যতে Fashion Designing এ ভর্তি হতে চান যেভাবে আপনি Fashion Designer হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন।
👉Fashion designer কাকে বলে, Fashion designer এর কাজকর্ম, পড়াশুনা, পেশা, চাকরি, বেতন এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করব।
Fashion designer এর সংজ্ঞা:
যেহেতু আপনি Fashion designer হবেন আগেই আপনাকে জানতে হবে Fashion কি, Design কি এবং Fashion Design কি?
Fashion:
ফ্যাশন হচ্ছে একটি নিদিষ্ট সময়ে কোন কিছুর মাধ্যমে নিজের সৌন্দর্য প্রকাশ করা। বিশেষত, পোশাক, পাদুকা, জীবনধারা, আনুষঙ্গিক উপকরণ, মেকআপ, হেয়ারস্টাইল এবং শরীরের অনুপাত।
![]() |
Fashion |
Design :
Design মানে নকশা করা বা উদ্ভাবন করা।
ডিজাইন হচ্ছে কোন কিছু সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলী, চেহারা এবং গঠন কেমন হবে তা ঠিক করা।
সুতরাং ডিজাইন হল সমস্যা সমাধান, চিন্তা ও বাস্তবতা এই তিনটি সমন্বয়ে গঠিত।
ডিজাইন যে কোন ধরনের হতে পারে। যেমন- Clothing design, logo design, home design, jewelry design and accessory design ইত্যাদি।
Clothing design
Fashion design:
ফ্যাশন ডিজাইন হচ্ছে একটি শিল্প যা পোশাকে বা আনুষঙ্গিকগুলোতে ডিজাইন করা, সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রয়োগ করা।
Dress design
Fashion designer :
ফ্যাশন ডিজাইনার বলতে সেই ব্যক্তি প্রায়শই অঙ্কন বা নকশার মাধ্যমে নতুন পোশাকের স্টাইল অথবা আনুষঙ্গিক গুলোতে চিন্তা-ধারণা দিয়ে ডিজাইন তৈরি করে।
অথবা,
ফ্যাশন ডিজাইনার হচ্ছে একজন সৃজনশীল ব্যক্তি যিনি পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য পোশাক এবং আনুষাঙ্গিকগুলির মতো অনন্য, উদ্ভাবনী এবং ফ্যাশনেবল আইটেমগুলি ডিজাইন করে থাকে।
![]() |
Fashion designer |
Fashion Designing এ ভর্তি হওয়ার আগে আপনাকে যে বিষয়গুলির ব্যাপারে ভালভাবে জানা উচিত। এগুলো হল-
Art or Drawing:
Art হচ্ছে একটি সৃজনশীল দক্ষতা এবং কল্পনা শক্তির মাধ্যমে যে ডিজাইন ফুটিয়ে তোলা হয়। যেমন- painting, drawing এবং sculpture ইত্যাদি।
Art or Drawing:
Art হচ্ছে একটি সৃজনশীল দক্ষতা এবং কল্পনা শক্তির মাধ্যমে যে ডিজাইন ফুটিয়ে তোলা হয়। যেমন- painting, drawing এবং sculpture ইত্যাদি।

Art
Drawing:
সাধারণত drawing বলতে চিত্রাঙ্কনকে বুঝায়। এটি একটি ভিজুয়াল আর্টের একটি রুপ।
ফ্যাশনের ক্ষেত্রে Art এবং drawing শব্দটি একই কথা। আপনাকে ফ্যাশন ডিজাইনে বেশিরভাগ illustration করতে হবে। যেমন men’s, women’s এবং kids এর figure গুলো draw করত হবে এবং figure সহ পোশাকে বা পাদুকাতে অথবা আনুষাঙ্গিকগুলোতে ডিজাইন ফুটিয়ে তুলতে হবে।
সাধারণত drawing বলতে চিত্রাঙ্কনকে বুঝায়। এটি একটি ভিজুয়াল আর্টের একটি রুপ।
ফ্যাশনের ক্ষেত্রে Art এবং drawing শব্দটি একই কথা। আপনাকে ফ্যাশন ডিজাইনে বেশিরভাগ illustration করতে হবে। যেমন men’s, women’s এবং kids এর figure গুলো draw করত হবে এবং figure সহ পোশাকে বা পাদুকাতে অথবা আনুষাঙ্গিকগুলোতে ডিজাইন ফুটিয়ে তুলতে হবে।
![]() |
Drawing
Fashion Designing এ পড়তে হলে আগে Art School বা Art Collage এ ভর্তি হয়ে যান বা Art নিজের চেষ্টায় শিখুন। কারণ ফ্যাশন ডিজাইনে Art হল মূল কেন্দ্রস্থান।
ফ্যাশন ডিজাইনে Art, Drawing বা illustration শতকরা এগুলো করতে হয়। পোশাকের ডিজাইন, পাদুকা, ক্যাপ অথবা যে কোন ডিজাইন এই art, drawing or illustration এর মাধ্যমে ডিজাইন তৈরী করতে হয়। যেমন আমরা বলে থাকি, আমকে ফলের রাজা বলা হয় তেমনিভাবে আর্টকে ফ্যাশন ডিজাইনে রাজা বলা হয়।
Illustration
Creativity:
যার বাংলা অর্থ সৃজনশীলতা। অর্থাৎ আপনার নিজস্ব চিন্তাধারা দিয়ে নতুন কোন ডিজাইন উদ্ভাবন করা। আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে। যেমন- Art or illustration, painting অথবা পোশাক, পাদুকা ও আনুষঙ্গিক উপকরণ ইত্যাদি। অতএব, আপনাকে প্রচণ্ড সৃজনশীল হতে হবে।
Smartness:
বর্তমানে মানুষের উন্নতির অপর নাম হচ্ছে স্মার্টনেস। এটি আপনার ব্যক্তিগত পরিচয় বহন করবে। যেমন- আপনার কথাবার্তা, আপনার পোশাক-পরিচ্ছদ, আপনার আচার-ব্যবহার এবং আপনার দৃষ্টিভঙ্গি।
যেহেতু আপনি multinational company তে চাকরি করবেন অথবা বিদেশিদের সাথে কাজ করবেন তারা মূলত এগুলো দেখে থাকে। তাই আপনাকে স্মার্ট হতে হবে।
English:
কথায় আছে, যে ব্যক্তি ইংরেজি ভালভাবে পারে তার আগে চাকরি হয়ে যায়। অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। কারণ ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ইংরেজিতে পড়াশুনা করানো হয়।
আর চাকরি ক্ষেত্রে Garments industry অথবা Fashion brands গুলোতে যারা ইংরেজি ভালভাবে পারে তারা এমন দক্ষ লোক চায়। যেহেতু বিদেশীদের সঙ্গে কাজ করবেন তাহলে আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে।
Computer knowledge:
আজকাল কম্পিউটারের মাধ্যমে সহজে সব ধরনের কাজ করা যায়। তাই ফ্যাশন জগতে আপনাকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যেগুলোতে আপনাকে কাজ করতে হবে-
M/S Word, M/S PowerPoint, Adobe illustrator, Adobe Photoshop এবং AUTOCAD ইত্যাদি।
Fashion Collage অথবা Fashion University তে আপনার প্রায়শই Assignments বা কাজগুলো M/S PowerPoint অথবা M/S Word এ ( শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সামনে ) উপস্হাপন করতে হবে। আর Adobe illustrator এবং Adobe photoshop এ আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। যেমন – illustration, পোশাক, পাদুকা ইত্যাদি।
![]() |
Adobe Illustrator |
কর্মক্ষেত্রে Garments industry অথবা Fashion brands গুলোতে abode photoshop, adobe illustrator অথবা autocad, Marvelous Designer 8 এবং অন্যান্য ইত্যাদি তে এগুলোতে ডিজাইন তৈরী করতে হয়।
ফ্যাশনে ভর্তি হওয়ার আগে m/s word, m/s powerpoint, excel, illustrator এবং photoshop আগে জানাই ভাল। কারণ আপনি কাজগুলি দ্রুত করতে পারবেন এবং তাড়াতাড়ি এগিয়ে যাবেন।
Color :
Color যার অর্থ রঙ। যখন কোন বস্তুর উপর আলো প্রতিবিম্বিত হয় তখন আমরা চোখে যে রঙগুলি দেখতে পাই সেটাই হল color.
আমরা যখন কোন পোশাক পছন্দ করি তখন আমরা বেশিরভাগ কালারকে প্রাধান্য দিয়ে থাকি। ডিজাইনের ক্ষেত্রে Color হল একটি মূল অংশ। তাই কোন কিছু ডিজাইন করার জন্য কালার সম্পর্কে জানতে হবে। কারণ কালার একটি ডিজাইন, পোশাক, পাদুকা অথবা আনুষঙ্গিক উপকরণ ইত্যাদি তার বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তোলে।
Color
Fiber and Yarn :
Fiber অর্থ তন্তু বা আঁশ।
ফাইবার হল কোন টেক্সটাইল পন্যের ক্ষুদ্রতম দৃশ্যমান একক। মূলত ফাইবার থেকে সুতা তৈরী হয়।
Yarn যার বাংলা অর্থ হচ্ছে সুতা।
সুতা হল ফাইবারগুলি জোট বেঁধে যা একত্রে পাকান হয় এবং অবিচ্ছিন্নভাবে সুতা তৈরি করাকে yarn বলে।
সুতরাং ফাইবার থেকে সুতা তৈরী হয় তারপর সুতা থেকে কাপড় তৈরি হয়। এইভাবে সুতা দিয়ে কাপড় তৈরি হয় এবং সেলাই ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সুতা হল ফাইবারগুলি জোট বেঁধে যা একত্রে পাকান হয় এবং অবিচ্ছিন্নভাবে সুতা তৈরি করাকে yarn বলে।
সুতরাং ফাইবার থেকে সুতা তৈরী হয় তারপর সুতা থেকে কাপড় তৈরি হয়। এইভাবে সুতা দিয়ে কাপড় তৈরি হয় এবং সেলাই ক্ষেত্রে ব্যবহৃত হয়।
![]() |
Yarn |
Fabric:
Fabric যার অর্থ হল কাপড়, বুনন বা কাঠাম।
ফ্যাব্রিক হল কাপড় বা অন্যান্য উপাদান যা একসাথে সুতি, নাইলন, উল, রেশম বা অন্যান্য সুতা বয়ন দ্বারা উৎপাদিত হয়। উদাহরণস্বরূপ-
T-shirt, Polo-shirt এগুলো হলো knit fabric এবং Shirt, Jeans pant এগুলো হলো woven fabric.
কাপড়ের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন- Silk fabric, Cotton fabric, polyester fabric ইত্যাদি
কাপড় দিয়েই পোশাক তৈরি করা হয়। সুতরাং কাপড়ের ধরণ কেমন হবে আর কাপড়ের ডিজাইন কেমন হবে এই বিষয়ে ভালবাবে ধারণা রাখতে হবে।
কাপড় দিয়েই পোশাক তৈরি করা হয়। সুতরাং কাপড়ের ধরণ কেমন হবে আর কাপড়ের ডিজাইন কেমন হবে এই বিষয়ে ভালবাবে ধারণা রাখতে হবে।
![]() |
Cotton fabric |
Clothing:
Clothing যার বাংলা অর্থ হচ্ছে পোশাক বা জামাকাপড়।
Clothing এর কিছু প্রতিশব্দ যেমন - Garments, Dress, Apparel, Wardrobe, Attire and Robe ইত্যাদি।
প্রকৃতপক্ষে, পোশাক হল কাপড়ের একটি অংশ যা মানুষের দেহ এবং সজ্জিত উদ্দেশ্যে রক্ষা করার জন্য ফ্যাব্রিক বা টেক্সটাইল উপকরণ দ্বারা উৎপাদিত হয়। যেমন-
Shirt, Pant, t-shirt, polo-shirt, skirt, dress, suit এবং gown ইত্যাদি এগুলো হলো পোশাক।
![]() |
Gown |
তাই একটি পোশাক তৈরী করার জন্য তার ডিজাইন কেমন হবে, কাপড়ের ধরন কেমন হবে, কালার কেমন হবে এবং সেলাই এর জন্য সুতা মানানসই করে তা সঠিকভাবে নির্ধারণ করা।
Sewing:
Sewing মানে সেলাই করা।
সেলাই এমন একটি নৈপুণ্য কাজ যা হাত দিয়ে অথবা কোন মেশিনের সাহায্যে পোশাক এবং
অন্যান্য জিনিসগুলি সুই এবং সুতা ব্যবহার করে তৈরি করা বা সংশোধন করার ক্রিয়াকলাপ।
অতএব, প্রত্যেক পোশাক sewing machine দিয়ে তৈরি করা হয়। তাই একজন Fashion designer কে সেলাই করা শিখতে হবে। কারণ নতুন পোশাক বা নতুন ডিজাইন আপনাকে তৈরি করতে হবে। ফ্যাশন শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো প্রাথমিকভাবে শিখানো হয়। আগে সেলাই করা জানলে আপনাকে আর কষ্ট করতে হবে না।
![]() |
Sewing |
Pattern:
প্যাটার্ন হচ্ছে একটি শক্ত কাগজ, যার উপর নিদিষ্ট স্টাইলের পোশাকগুলির বিভিন্ন উপাদান পোশাকের পরিমাপ অনুযায়ী যে স্কেচ করা হয়।
সহজ ভাষায় বলা যায় যে, আমরা টেইলার্স দোকানে গিয়ে যে জামা বানাই তারা যে আমাদের শরীরের নিদিষ্ট ঐ জামার জন্য মাপ নিয়ে যে পোশাক তৈরি করে সেটাই প্যাটার্ন ( জামার নিদিষ্ট পরিমাপটা হল প্যাটার্ন )। এরা মূলত কাপড়ের উপর পরিমাপ করে।
আর Fashion designer কে নিদিষ্ট ব্যক্তির পরিমাপ অথবা ব্যায়ারের পরিমাপ অনুযায়ী শক্ত কাগজের উপর স্কেচ করতে হয়। ( শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের সাহায্য ভালভাবে শেখানো হয়)।
![]() |
Pattern
Garments industry তে ব্যায়ারের নিদিষ্ট মেজারমেন্ট দিয়ে প্যাটার্ন তৈরি করে হাজার হাজার পোশাক তৈরী করা হয়। মূলত প্যাটার্ন থেকে পোশাক তৈরী করা হয়। কাজেই নতুন স্টাইলের পোশাক তৈরি জন্য নতুন প্যাটার্ন তৈরী করতে হয়।
Draping:
Draping অর্থ সাজানো।
অর্থাৎ Draping হলো এমন একটি কৌশল যা একটি পোশাক তৈরি করার জন্য যে ডামির (পুতুল) উপর নিদিষ্ট ডিজাইন অনুযায়ী পিন দিয়ে কাপড় বসিয়ে যা একটি ত্রি-মাত্রিক পোশাকের প্যাটার্ন তৈরি করাকে Draping বলে। যেমন- Skirt, Gown ইত্যাদি।
কাজেই Fashion designer কে সহজ উপায়ে নকশার ধারণাগুলি বাস্তবে রূপান্তরিত করার একটি সর্বাধিক সৃজনশীল উপায় হচ্ছে Draping.
![]() |
Draping |
একজন ফ্যাশন ডিজাইনারকে নতুন স্টাইলের পোশাক তৈরি করার জন্য ডামিতে Draping করতে হয়।
তাহলে প্রথমে পোশাকের নিদিষ্ট ডিজাইন তারপর ডামির পরিমাপ অনুযায়ী ঐ ডিজাইনটির কাপড় ডামির উপর প্রয়োগ করতে হয় এবং ডামি থেকে কাপড়ের টুকরোগুলো খুলে প্যাটার্ন তৈরী করতে হয় এবং অবশেষে পোশাক তৈরি করতে হয়।
Cutting:
Cutting মানে কাটা বা অঙ্গচ্ছেদ করা।
ফ্যাশন ডিজাইনে আপনাকে কোন পোশাক তৈরি করার জন্য সিজার (কাঁচি) দিয়ে কাপড় কাটতে হবে। যেমন: Pattern করার সময়, Draping করার সময় এবং অন্যান্য জিনিস ইত্যাদি সিজার দিয়ে কাটতে হয়।
Fabric cutting
Fashion Designer এর কাজকর্ম:
আগেই বলে রাখি, ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে Theoretical এবং Practical দুটো বিষয় পড়ানো হয়।
অতএব ফ্যাশন ডিজাইনে Art or Drawing, illustration, Creativity, English, Computer knowledge, Smartness, Color, Yarn, Fabric, Clothing, Accessory design, Pattern, Draping, Sewing এবং Cutting এই বিষয় উপর সবচেয়ে বেশি কাজ করান হয় এবং বেশি গুরুত্ব দিয়ে থাকে। Fashion industry অথবা Fashion brands এগুলো কাজ করতে হয়।
কর্মক্ষেত্রে আপনি men’s wear বা women’s wear অথবা kids wear বা footwear নিয়ে কাজ করতে পারেন। আরো Knit design, sweater design বা Denim নিয়ে কাজ করতে পারেন।
অথবা Film industry বা Fashion magazine এবং Jewellery design এ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন।
Fashion designer কে Fashion show এবং Modeling এ কাজ করতে হয়। নিজের অগ্রগতির জন্য বিভিন্ন ফ্যাশনে competition করতে হয়।
অতএব ফ্যাশন ডিজাইনে Art or Drawing, illustration, Creativity, English, Computer knowledge, Smartness, Color, Yarn, Fabric, Clothing, Accessory design, Pattern, Draping, Sewing এবং Cutting এই বিষয় উপর সবচেয়ে বেশি কাজ করান হয় এবং বেশি গুরুত্ব দিয়ে থাকে। Fashion industry অথবা Fashion brands এগুলো কাজ করতে হয়।
কর্মক্ষেত্রে আপনি men’s wear বা women’s wear অথবা kids wear বা footwear নিয়ে কাজ করতে পারেন। আরো Knit design, sweater design বা Denim নিয়ে কাজ করতে পারেন।
অথবা Film industry বা Fashion magazine এবং Jewellery design এ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন।
Fashion designer কে Fashion show এবং Modeling এ কাজ করতে হয়। নিজের অগ্রগতির জন্য বিভিন্ন ফ্যাশনে competition করতে হয়।
![]() |
Fashion show |
Fashion designer অনেক প্রকার রয়েছে। যেমন-
বর্তমানে পৃথিবীর সব দেশে Fashion Designing এর উপর Course রয়েছে। ফ্যাশন ডিজাইনে ছেলে-মেয়ে উভয়ের জন্য এ Course রয়েছে। ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে Undergraduate, Post Graduate, Diploma এবং PhD ফ্যাশন ডিজাইনের উপর Course রয়েছে।
Fashion Designing এর উপর অনেক Courses রয়েছে। যেমন –
বাংলাদেশে দুটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান Fashion Designing এর উপর Course রয়েছে। এই দুটি প্রতিষ্ঠান হল-
1. BGMEA University of Fashion Design & Technology.
✅ Undergraduate Courses:
- Apparel Fashion Designer
- Haute Couture Fashion Designer
- Pret-a-porter Fashion Designer
- Mass Market Designer
- Shoe Fashion Designer
- Fashion Accessory Designer
- Jewellery Designer
পড়াশুনা :
বর্তমানে পৃথিবীর সব দেশে Fashion Designing এর উপর Course রয়েছে। ফ্যাশন ডিজাইনে ছেলে-মেয়ে উভয়ের জন্য এ Course রয়েছে। ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে Undergraduate, Post Graduate, Diploma এবং PhD ফ্যাশন ডিজাইনের উপর Course রয়েছে।
Fashion Designing এর উপর অনেক Courses রয়েছে। যেমন –
- B. Sc in Fashion Design & Technology
- B. Sc in Fashion Design
- B. Sc in Fashion Business & Retail Management
- B. Des ( Accessory Design )
- B. Des ( Knitwear Design )
- B. A. ( Hons ) Fashion Design
- M. Sc in Fashion Designing
- Diploma in Fashion Designing
বাংলাদেশে দুটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান Fashion Designing এর উপর Course রয়েছে। এই দুটি প্রতিষ্ঠান হল-
1. BGMEA University of Fashion Design & Technology.
✅ Undergraduate Courses:
- B. Sc in Fashion Design & Technology ( 4 years, 8 Semesters )
- Bachelor of Arts in Fashion Studies
- M. Sc in Fashion Design ( 1.5 years, 3 semesters )
![]() |
BGMEA University |
2. Shanto-Mariam University of Creative Technology.
✅ Undergraduate Courses:
- B.A. ( Hons ) in Fashion Design & Technology. ( 4 years, 12 semesters )
- B.A. ( Hons ) in Graphic Design & Multimedia
- B.A. ( Hons ) in Product Design
ফ্যাশন ডিজাইনে Higher Education এর জন্য আপনি বিদেশে পড়াশুনা করতে পারেন। কিছু college or university নাম উল্লেখ করা হল-
- London College of Fashion
- Central Saint Martins
- Istituto Marangoni
- The Fashion Institute of Technology
- Bunka Fashion College
- ESMOD
![]() |
London College of Fashion
পেশা :
বর্তমানে Fashion Designer পেশা হিসেবে এটি একটি সম্মানসূচক পেশা।
প্রতি বছর ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে থেকে ছাত্রছাত্রী বের হচ্ছে এবং Fashion industry বা Garments industry অথবা বিভিন্ন Fashion brands গুলোতে ডিজাইনাররা এ পেশা হিসেবে নিয়োজিত রয়েছে।
অনেকে এ পেশায় বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছেন।
বিশ্ববিখ্যাত কিছু Fashion designer নাম নিচে উল্লেখ করা হল-
1. Bibi Russell (Bangladesh)
2. Gabrielle Coco Chanel (France)
3. Donatella Versace (Italy)
4. Karl Lagerfeld (Germany)
5. Marc Jacobs (New York)
বর্তমানে Fashion Designer পেশা হিসেবে এটি একটি সম্মানসূচক পেশা।
প্রতি বছর ফ্যাশন কলেজ অথবা ফ্যাশন বিশ্ববিদ্যালয়ে থেকে ছাত্রছাত্রী বের হচ্ছে এবং Fashion industry বা Garments industry অথবা বিভিন্ন Fashion brands গুলোতে ডিজাইনাররা এ পেশা হিসেবে নিয়োজিত রয়েছে।
অনেকে এ পেশায় বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছেন।
বিশ্ববিখ্যাত কিছু Fashion designer নাম নিচে উল্লেখ করা হল-
1. Bibi Russell (Bangladesh)
2. Gabrielle Coco Chanel (France)
3. Donatella Versace (Italy)
4. Karl Lagerfeld (Germany)
5. Marc Jacobs (New York)
![]() |
Bibi Russell |
চাকরি :
আধুনিক জগতে সর্বোৎকৃষ্ট এবং আকর্ষণীয় একটি চাকরি হল Fashion designer. সারাবিশ্বে ফ্যাশন ডিজাইনারদের ফ্যাশন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোতে চাকরি রয়েছে।
মূলত ফ্যাশন ডিজাইনাররা Fashion industry, Garments industry, Luxury fashion brands বা Boutique এ চাকরি করে থাকে। আবার অনেক ফ্যাশন ডিজাইনাররা Film industry বা Fashion magazine অথবা modeling হিসেবে চাকরি করে থাকে।
আধুনিক জগতে সর্বোৎকৃষ্ট এবং আকর্ষণীয় একটি চাকরি হল Fashion designer. সারাবিশ্বে ফ্যাশন ডিজাইনারদের ফ্যাশন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোতে চাকরি রয়েছে।
মূলত ফ্যাশন ডিজাইনাররা Fashion industry, Garments industry, Luxury fashion brands বা Boutique এ চাকরি করে থাকে। আবার অনেক ফ্যাশন ডিজাইনাররা Film industry বা Fashion magazine অথবা modeling হিসেবে চাকরি করে থাকে।
বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজারের অধিক পোশাকশিল্প রয়েছে। যেমন:Beximco Fashion ltd, Ha-meem group, Partex group, Square Fashion ltd, Opex sinha group, Fakir group এবং DBL group ইত্যাদি।
বিদেশি Fashion industry অথবা Fashion brands গুলোতে ফ্যাশন ডিজাইনারদের জন্য প্রচুর চাকরি রয়েছে। সুতরাং আপনি International brands গুলোতে চাকরি করতে পারেন। যেমন- Chanel, Zara, Nike, Puma, Gucci, Prada, Pendi, H& M, Levi Strauss & Co, Dolce & Gabbana এবং Armani ইত্যাদি।
![]() |
H&M |
বেতন :
কোম্পানিগুলো আপনার যোগ্যতার ভিত্তিতে আপনার বেতন সঠিক নির্ধারণ করবেন। একেক কোম্পানিতে একেক রকম বেতন নির্ধারণ করে থাকে।
বাংলাদেশের Garments industry অথবা Fashion house গুলো আপনার যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বেতন হতে পারে ১৫, ১৮ থেকে ২৫ হাজার টাকা বা তার অধিক। ভবিষ্যতে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ১ থেকে ৫ লক্ষ টাকা বা তার চেয়ে অধিক টাকা উপার্জন করতে পারেন।
বিদেশি Fashion industry অথবা Popular luxury fashion brands গুলোতে আপনার যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বেতন হতে পারে লক্ষ টাকা বা তার অধিক এবং ভবিষ্যতে আপনার যোগ্যতার অনুযায়ী আপনি ১ থেকে ১০ লক্ষ টাকা বা তার চেয়ে অধিক টাকা উপার্জন করতে পারেন। যেমন- Chanel, Gucci, Zara, Puma, Nike, Dior, Burberry, Prada এবং Louis vuitton ইত্যাদি।
![]() |
GUCCI |
ভবিষ্যত :
Fashion designer হিসেবে আপনি এ পেশায় ভবিষ্যতে নিজেকে উন্নত শিকড়ে পৌঁছাতে পারেন। Multinational company অথবা International fashion brands গুলোতে এ পেশায় ভবিষ্যতে আপনার ক্যারিয়ার এবং বিপুল সুযোগ সুবিধা রয়েছে।
বর্তমানে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করে অনেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে। আবার অনেক উদ্যোক্তা ক্ষুদ্রায়তন বা বৃহদায়তন ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেছে।
যে সব বাংলাদেশি Fashion designer হয়ে যারা Fashion house প্রতিষ্ঠা করেছেন। এই উদ্যোক্তারা হলেন-
Fashion designer হিসেবে আপনি এ পেশায় ভবিষ্যতে নিজেকে উন্নত শিকড়ে পৌঁছাতে পারেন। Multinational company অথবা International fashion brands গুলোতে এ পেশায় ভবিষ্যতে আপনার ক্যারিয়ার এবং বিপুল সুযোগ সুবিধা রয়েছে।
বর্তমানে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করে অনেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে। আবার অনেক উদ্যোক্তা ক্ষুদ্রায়তন বা বৃহদায়তন ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেছে।
যে সব বাংলাদেশি Fashion designer হয়ে যারা Fashion house প্রতিষ্ঠা করেছেন। এই উদ্যোক্তারা হলেন-
- Bibi productions is founded by Bibi Russell (Fashion designer).
- Ecstasy is founded by Tanjim Ashraful Haque & Asma Sultana (Fashion designer).
- Cats eye is founded by Sayeed Siddiqui Rumi & Ashrafun Siddiqui Dora (Fashion designer)
- Rang is found by Biplob Saha (Fashion designer)
- Mayasir is founded by Maheen Khan (Fashion designer).
![]() |
Biplob Saha |
বিশ্ববিখ্যাত International brands:
1. Chanel is founded by Gabrielle Coco Chanel (Fashion designer).
2. Prada is founded by Mario Prada (Fashion designer).
3. Ralph Lauren is founded by Ralph Lauren (Fashion designer).
4. Louis Viutton is founded by Louis Vuitton Malletier (Fashion designer)
5. Dolce & Gabbana is founded by Domenico Dolce and Stefanano Gabbana (Fashion designer).
2. Prada is founded by Mario Prada (Fashion designer).
3. Ralph Lauren is founded by Ralph Lauren (Fashion designer).
4. Louis Viutton is founded by Louis Vuitton Malletier (Fashion designer)
5. Dolce & Gabbana is founded by Domenico Dolce and Stefanano Gabbana (Fashion designer).
Gabrielle Coco Chanel
No comments:
Post a Comment